মধুখালীতে সাংবাদিকদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময়
সুজল খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কর্তৃক আয়েজিত ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটির বাস্তবায়নে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্ত কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে স্থানীয় সংবাদ কর্মিদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন মৎস্য অধিদপ্ত কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে স্থানীয় সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কামার দাস মতবিনিময়ে গত বৎসরের বাস্তবায়িত বিভিন্ন কার্যাক্রম ও চলতি বছরের গৃহিত কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,মোঃ মতিয়ার রহমান মিঞা, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ,দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন ও পার্থ রায়সহ প্রমুখ ।
সোমবার থেকে ৩০ জুলাই রোববার ২০২৩খ্রিঃ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হবে ।