ধামইরহাটে স্বাধীনতার সূর্য সন্তানদের ও শহীদি পরিবারের সদস্যদের সংবর্ধনা।
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে এক আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ মার্চ) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসকের প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার ভূমি (আরডিসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার তালিকাভুক্ত ২১৬ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তাঁদেরকে একটি করে ছাতা ও ইফতার সামগ্রী দেওয়া হয়।
এর আগে ভোরে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিসৌধের পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি।
এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফায়ার সার্ভিস, এনজিওসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ।