আজমিরীগঞ্জে বিকাশ কর্মীকে চুরিঘাত কে টাকা ছিনতাই!
মীর দুলাল বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শরিফ উদ্দিন রোডে ভয়াবহ ছিনতাইর ঘটনা ঘটেছে।
বুধবার (১২ মার্চ ২৫) ইং
সন্ধ্যা ৭ ঘঠিকায় ছিনতাইকারী বিকাশ কোম্পানির ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) শহিদুল ইসলামের উপর হামলা চালায়।
শহিদুল ইসলাম এর বাড়ি শিবপাশা ইউনিয়ন এ হুকুড়া গ্রামে!
স্থানীয় সুত্রে জানা যায় , শহিদুল ইসলাম কর্মস্থল থেকে ফেরার পথে হঠাৎ ছিনতাইকারী তার পথরোধ করে।
ছিনতাইকারী প্রথমে তার কাছে থাকা টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শহিদুল ইসলাম বাধা দিলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
হামলার পর ছিনতাইকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়!
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান বলেন , এটি দুর্ঘটনা নাকি ছিনতাই তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে ।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে , এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে রাতে চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।