1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জে আট ডাকাত গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন  রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া দর্শন খুন ও নারীনির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন ছাত্র গণঅধিকার পরিষদ কুমিল্লা দাউদকান্দি শাখা পত্নীতলায় স্বাধীনতা দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা জয়পুরহাটে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে  টাঙ্গাইল নাগরপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য -ছারছীনার পীর ছাহেব

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডেভিল হান্টে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডেভিল হান্টে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেশে প্রেস বৃফিংয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যতদিন দেশ শয়তান মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভেল হান্ট চলবে।

তিনি আরো বলেন, যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন নির্দেশ ব্যক্তি যেন সাজা না পায় তার জন্য সকাল ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছৈ। যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ডাল, ছোলা, খেজুর ও তেলের সরবরাহ ভালো। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্তিম সংকট তৈরীর চেষ্টা করে। সেটি ধরতে মিডিয়ার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশে সারের কোনো সংকট নাই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছু ডিলার শয়তানী করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর সার মজুদ রয়েছে কোন সংকট হবে না।

সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতে খুশি, তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।

তিনি বলেন, আগে ভারতীয় মিডিয়া অনেক গুজব ছড়িয়েছে। আমাদের দেশের মিডিয়াগুলো সেটি প্রতিহত করেছে। তাদের গুজবে আমাদের দেশের মিডিয়া কান দেয়নি।

রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত আয়োজিত মতবিনিময় সভায় আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনী এগার পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ, র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ নেন।

এছাড়াও আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রেস বৃফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD