
আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গোয়ালন্দে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা প্রমূখ। বিক্ষোভ সমাবেশে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
বক্তারা আওয়ামী লীগের বিগত দিনের দুঃশাষনের কথা তুলে ধরেন। সেইসাথে কর্মসূচির নামে তারা যেন মাঠে না নামে সে বিষয়ে হুশিয়ার করে দেন।