নওগাঁয় ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড প্রদান
আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
জানা গেছে হেল্থ কেয়ার ল্যাবের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে আসছিল।
এরই ধারাবাহিকতায় নওগাঁ শহরের চকএনায়েত দয়ালের মোড়ে মোঃ মিজানুর রহমান নিজস্ব প্রতিষ্ঠান হেল্থ কেয়ার ল্যাব নামের একটি ক্লিনিক স্থাপন করে চিকিৎসার নামে সাধার মানুষদের ধোকা দিয়ে আসছিল।
বিষয়টি সন্দেহজনক হওয়ায সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উক্ত হেল্থ কেয়ার ল্যাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার আশীষ কুমার উপস্থিত ছিলেন।
আদালত উক্ত ভুয়া ডাক্তার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।#