মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের জন্মদিন পালন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সভাপতিত্ব কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন,সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী,যুবলীগ নেতা সাইফুল ইসলাম,আবুল আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।