হবিগঞ্জ জেলার ভাউয়াল থানার অন্তর্গত লাকড়ি পাড়া ৬ নং মিরপুর ইউনিয়নের রাস্তার বেহাল দশা।
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় লোকজন অভিযোগ করেন, এলাকার এই রাস্তাটা খুব’ই গুরুত্বপূর্ণ মানুষের চলাচলের জন্য,কিন্তু স্বাধীনতার পর থেকে অনেক জনপ্রতিনিধিই নির্বাচন আসলেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষ হলে আর এই এলাকার কোন খবর নেয় না। ফরিদ হোসেন নামের একজন নয়া কণ্ঠ কে জানায়, এই রাস্তার বিষয়ে চেয়ারম্যান মেম্বারেরা বছর বছর শুধু মাটি কেটে উচু নিচু সমান করে দিয়ে চলে যায়, বৃষ্টি নামলে আর এই রাস্তা দিয়ে হাটা চলা , হাট বাজারে যেতে পারিনা।’ আমরা অনেক কষ্টে কাদা মাটি মাড়িয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এলাকার মানুষ এই রাস্তাটি পাকা রাস্তা হিসাবে দেখতে চায় সরকারের কাছে। এলাকাবাসীর অনেক আক্ষেপ’, এই সরকারের আমলে সাড়া বাংলাদেশেই উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের এই রাস্তার দিকে সরকারের কোন জনপ্রতিনিধি নজর দিলো না। এই রাস্তাটি হলে তারা তাদের ছেলে মেয়েদের কে সুন্দর ভাবে স্কুলে যাতায়াত করাতে পারে বলে জানান এবং সরকারের সু-দৃষ্টি কামনা করেন।