ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার
_________রাজশাহী ব্যুরো
আজ ২৭ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, রাজশাহীতে রিয়েল স্টার প্রপার্টিজ ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) । খেলোয়াড় ও ব্যাপক দর্শকের উপস্থিতিতে অতিথিবৃন্দ প্রতিযোগিতার ট্রফির মোড়ক উন্মোচন করেন এবং পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব মো: খালেদ মাসুদ পাইলট।