র্যাব-৫ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা হতে ৪ টি ওয়ান শুটারগান উদ্ধার।
__________রাজশাহী ব্যুরো
গত ২২ জানুয়ারি সোমবার রাত্রী ২২.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চন্দনা ঈদগাহ মাঠ নামক এলাকায় র্যাব-৫, অপারেশন পরিচালনা করে ৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল টু গোমস্তাপুরগামী পাঁকা রাস্তা হতে অনুমান ১০০ গজ উত্তর দিকে চন্দনা (ঈদগাহ মাঠ) গ্রামস্থ জনৈক শামীম (৪০), পিতা-তারা, সাং-জোড়পুকুর, থানা-নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর সরিষা ক্ষেতের পূর্ব দিকে ০১ টি হলুদ রংয়ের শপিং ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । পরবর্তীতে র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে পৌছে উক্ত শপিং ব্যাগের ভিতরে থাকা ০৪ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
উপরোক্ত অবৈধ ওয়ান শুটারগান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। কে বা কারা এই অবৈধ অস্ত্র সেখানে রাখতে পারে সে বিষয়ে গভীরভাবে তদন্ত অব্যাহত রয়েছে ।