(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (০৯ জুন) দুপুরে আসামিদের আদালতে প্রেরন করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্ৰেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফোকপাল গ্ৰামের জাহাঙ্গীর আলম, ঢাকুইর গ্ৰামের মিজানুর রহমান, আমড়া গোহাইল গ্ৰামের আরিফ হাসান লেবু, ধুন্দার দারোগাপাড়ার এরশাদ আলী, পারশন গ্ৰামের শাহজাহান আলী, বিশা গ্ৰামের হাফেজুল ইসলাম, একই গ্ৰামের মেহেদী হাসান, কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক আলী, বিলসা গ্ৰামের মহসিন আলী, ভাগবজর গ্ৰামের অবিলা বেগম, বেলঘরিয়া গ্ৰামের হারের আলী, একই গ্ৰামের শাহজাহান আলী, রিধইল গ্ৰামের দুদু মিয়া, একই গ্ৰামের গোলাম মোস্তফা, বিজরুল গ্ৰামের বুলু মিয়া ও মুরারিদিঘী গ্ৰামের সোহাগ উদ্দিন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সকল আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।