চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন উত্তর মল্লিকপুর গ্রামের মৃত ফাকু মন্ডলের ছেলে জাহির আলী(৫০) নামের এক মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় জাহির আলী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পরে আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা আনুমানিক সকাল ৮ টার সময় জানতে পারে মল্লিকপুর বাজার থেকে শালালপুর যাওয়ার রাস্তার পাশে পতিত জমিতে জাহির আলীর মৃত লাশ পড়ে আছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে নাচোল থানা পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন লাশ উদ্ধার হয়েছে মামলা প্রক্রিয়াধীন।