বিজয়ের মাসে শিরোইল কলোনিতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ।
________রাজশাহী ব্যুরো
বিজয়ের মাসে রাজশাহী শিরোইল কলোনিতে ব্ল্যাক ফ্রাইডের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৭ ওভারের খেলায় এতে ৮ টিম অংশগ্রহণ করে।
আজ শুক্রবার ১৫ ডিসেম্বর বিকেল ৩টার দিকে শিরোইল কলোনি ছোট মসজিদ এলাকার মাঠে ডি ম্যাক্স ও মাশরাফি বিন মর্তুজা টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৭ ওভারের খেলায় ৩৫ রানের টার্গেট দিয়ে মাশরাফি বিন মর্তুজা দলকে ৭ রানে অপরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডি ম্যাক্স দল।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের কাউন্সিল সাগরিকা সুলতানা, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, সংগঠক আব্দুস সাত্তার রানা, মাহফুজ আলী মানিক, আশরাফুল হুদা সিয়াম, ইজাজ আহম্মেদ রকি সহ এলাকার তরুণ প্রজন্ম।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে কাউন্সিলর সাগরিকা সুলতানা ও সাংবাদিক ইফতেখার আলম বিশাল পুরস্কার প্রদান করেন ।