সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরব প্রবাসী ফয়সাল ও রাশেদের ইকামা করে দিবে বলে চৌদ্দ হাজার রিয়াল (১৪ হাজার রিয়াল) বাংলা টাকায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে ফরিদপুরের সোহেল মাতুব্বর। এই প্রতারণার টাকা আত্মসাৎকারী সৌদি আরব জেদ্দা প্রবাসী সোহেল মাতুব্বর।
ফয়সাল ও রাশেদ টাকার জন্য প্রতারককে ফোন দিলে তাদের ফোনের সাড়াও মিলেনি।
এদিকে সৌদি কফিল তাদেরকে ইকামার টাকার জন্য বারবার তলব দিচ্ছে, যদি টাকা দিতে না পারে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছেন।
প্রতারক সোহেল মাতুব্বর -এর দেশের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা, শ্রীরামপট্টি গ্রামে, পিতা নুরু মাতুব্বর। প্রতারকের জাতীয় পরিচয় পত্র নম্বর 1950706893, প্রতারক সোহেল তালপট্টি বাজার বণিক সমিতির সভাপতি,
ভুক্তভোগী ফয়সাল গণমাধ্যমকে জানিয়েছে সে দেশে ছুটিতে যাওয়ার সময় ইকামা করার জন্য দালাল কে নগদ তিন হাজার রিয়াল এবং ব্যাংকের মাধ্যমে তিন হাজার রিয়াল দিয়েছেন, কিন্তু ফয়সাল দেশ থেকে ছুটি শেষ করে আসার পরে সৌদি কফিলের সাথে কথা বলে জানতে পারে দালাল কফিলকে টাকা না দিয়েই দেশে চলে গেছে, এখন কফিলকে পুরো টাকা দিতে না পারলে তাকে দেশে পাঠিয়ে দিবে বলে জানিয়েছেন সৌদি কফিল।
এবং একই কথা জানিয়েছেন ভুক্তভোগী রাশেদ।