বালিয়াকান্দিতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
“তামাক নয়,খাদ্য ফলান” এই পতিপাদ্যে তামাকের কর বৃদ্ধি, সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার (SPMP) সংস্থার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বিত প্রমিলি মুক্তি প্রচেষ্টা সংস্থার পরিচালক মো. মোকাররম হোসেনে।
অবস্থান কর্মসূচী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো. আব্দুর সালাম, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক জনাব মো. আব্দুল মাজেদ সেখ, বকচর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিমাই মন্ডল, বালিয়াকান্দি উপজেলা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী প্রমূখ। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা তামাক নয় খাদ্য ফলান বিষয়ের ওপর আলোচনা করেন ও সরকারের প্রতি তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির আহ্বান জানান।