মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে বায়াজিত (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় মহিদ আলী, আরিফ হোসেন, মোকাদ্দেস আলী এবং শ্রাবণ নামের ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইজিত মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র।
আহত শ্রাবণ কালাচাঁদপুর গ্রামের আমিরুলের ছেলে, মোকাদ্দেস মিন্টুর ছেলে, মহিত উদ্দিন সদর উপজেলা চকশ্যামনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আরিফ হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া শাহাবুদ্দিনের ছেলে।