রাজশাহী মহানগরীর ইন্টারনেট ও ডিস লাইনের তারের জঞ্জাল দ্রুত অপসারণ ।
_____________রাজশাহী ব্যুরো
ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারনে রাজশাহী সিটি কর্পোরেশন গত ২৭ অক্টোবর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণের বিজ্ঞপ্তি দিয়েছিল । কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহ উক্ত বিজ্ঞপ্তির নির্দেশনা প্রতিপালন করেন নাই ।
নির্দেশনা প্রতিপালন না করায় পুনরায় ২০ নভেম্বর ‘ ২০২৩ তারিখে রাজশাহী মহানগরীর বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তারসমূহ সুশৃংখলভাবে রাখতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের মালিকদের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় মাননীয় মেয়র এ এইচ এম
খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীর উন্নয়ন দৃশ্যমান রাখার জন্য এবং রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন সবুজ মহানগরীর সুনাম অক্ষুন্ন রাখতে এবং দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার সেরা নগরীতে পরিণত করার জন্য সভায় সভাপতি দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন ।
নগরীর সৌন্দর্য রক্ষায় তারসমূহ কিভাবে সুশৃংখলভাবে রাখা যায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন । সে সাথে অতিসত্বর ইন্টারনেট ও ডিস লাইন তারের জঞ্জাল অপসারন না করলে মোবাইল কোর্টের মাধ্যমে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করেন ।
ব্যক্তি মালিকানার বাড়ির দেওয়ালের সাথে তারগুলোকে একত্রিত করে নিয়ে যাওয়া হয়েছে , যা কোনমতে কাম্য নয় । তাছাড়া মুন্সি ডাঙ্গা আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসায় অন্তত ৭০/ ৮০ জন ছাত্র মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করছেন । উক্ত মসজিদ /মাদ্রাসার সাথে বৈদ্যুতিক, ইন্টারনেট ও ডিস লাইনের তার একত্রিত করে রাখা হয়েছে । তাতে করে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে । এতে করে ছাত্রগণ সকল সময় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা যায় ।
দীর্ঘ সময় হাতে পেয়েও ইন্টারনেট ও ডিস ব্যাবসায়ীগণ লাইনের তার অপসারন না করায় রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অদ্য ১২/১২/২৩ তারিখে অভিযান পরিচালনা শুরু করেন । এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
রাজশাহী মহানগরের সৌন্দর্য রক্ষায় তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণ করে আধুনিক ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদান করলে সকল সমস্যার সমাধান হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন ।