বগুড়া প্রতিনিধি
শেরপুরে পাওনা টাকা না দেয়ায় রাসেল (১৯) নামের এক যুবককে বেধড়ক মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ মে) দুপুরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত যুবক শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন। শেরপুর থানায় যুবকের বাবা আকবর হোসেন একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে কয়েকজন ব্যক্তি আমাকে বলে যে তার ছেলে নিকট থেকে তারা টাকা পান। তখন বিষয়টি আমি দেখবো বলে জানাই। এসময় তারা প্রতিবেশী মোমিনের বাড়িতে আমার ছেলেকে পেয়ে তাকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মেরে ছিলাজখম করে এবং হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের তুহিন (২৬) ও যুগিগাতি গ্রামের চাঁনমিয়া (৪৫) এই দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।