গোয়ালন্দে জিম সেন্টার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“সুন্দর শরীরের আশা নয়, সুন্দর শরীর তৈরি করুন”-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে প্রথমবারের মত অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে ❝গোয়ালন্দ ফিটনেস জিম❞ সেন্টার।
বুধবার (৩১ মে) সকাল ১১ টায়
পৌর শহরের আমেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ জিম সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, গোয়ালন্দ পৌসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কুরবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রেস ইমাম ও খতিব মুফতি আজম আহম্মেদ।
গোয়ালন্দ জিম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি মানুষের সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই। তাই গোয়ালন্দ উপজেলার মানুষকে এ সুবিধা দিতে অত্যাধুনিক সরঞ্জামাদি ও আধুনিক ডিজিটাল মেশিনের সমন্বয়ে এ জিম সেন্টার চালু করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে দক্ষ প্রশিক্ষক। তার তত্বাবধানে শরীর চর্চা ও ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়ামের বিশেষ ব্যবস্থা রয়েছে।