চাঁপাই নবাবগঞ্জ এসোসিয়েশন অফ বিজনেস (ক্যাব) এর চা আড্ডা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো
অদ্য ১ লা ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টাই চাঁপাই নবাবগঞ্জ এসোসিয়েশন অফ বিজনেস ( ক্যাব ) এর অনলাইন বিজনেস এক্টিভিটিজ নিয়ে এক চা এর আড্ডা চাঁপাই নবাবগঞ্জ ডিসি অফিসের সামনে , কোর্ট মসজিদের পাশে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ফাহমিদা ফেরদৌস নিতুর সঞ্চালনায় চাঁপাই নবাবগঞ্জ জেলার উপস্থিত সকল অনলাইন ব্যাবসায়িক বন্ধুদের সুখ দুঃখের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় । অনলাইন বিজনেসের একটিভিজ এর বিকল্প কিছু নাই বলে সকলে মত প্রকাশ করেন । এ বিষয়ে ক্যাবের অনুষ্ঠান পরিচালনাকারী নিতু জানান , অনলাইন ব্যাবসায় সকলকে বেশি বেশি একটিভ থেকে নিজেদের পরিচিতি বাড়াতে হবে আর এতেই ব্যাবসার প্রসারতা বৃদ্ধি পাবে বলে তিনি মত প্রকাশ করেন ।
আলোচনায় ফাহমিদা ফেরদৌস নিতু ক্যাবের সাথে জড়িত সকল মেম্বারদের শুভকামনা জানিয়ে ডিসেম্বর মাসে কোনো এক তারিখে বনভোজন হবে সে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন । তিনি আরো জানান, ক্যাব আড্ডার একটা ফ্যাক্ট হচ্ছে এখানে কোন ফর্মালিটি নাই। বড় ছোট সবাই বন্ধুর মতো। তাছাড়া ক্যাব আড্ডার নিম্নোক্ত কিছু নিয়ম কানুন সবাইকে মেনে চলার জন্য অনুরোধ জানান :-
১) কোন ধরনের গিফট/খাবার আনা যাবে না
২) আড্ডা চলাকালীন অপ্রয়োজনীয় কাজে ফোন বের করা যাবে না ।
৩) কেউ কথা বললে সেটা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে ।
৪) ছবি তোলার জন্য চা পর্ব শেষে ১৫ মিনিট সময় থাকে। সেই সময় গ্রুপ ছবি এবং সেল্ফি যা ইচ্ছা নিতে পারবে ।