কুষ্টিয়ায় শীতার্তদের শীত বস্ত্র ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
স্টাফ রিপোর্টার, মোঃ রাজিবুল ইসলাম।
“মানবতার জন্য আমরা” স্লোগানকে সামনে রেখে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি) এর উদ্যোগে সিডিপির প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উজ্জামান এর তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং আব্দালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টার, অত্র ইউনিয়নের আব্দুর রাজ্জাক মেম্বার, নাজমুল মেম্বার, বিশিষ্ট সমাজসেবা তৈবিবুর রহমান, শাহবাজ খান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সিডিপি সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অর্থ বিষয়ক সম্পাদক সুজন কুমার এবং স্বাগত বক্তব্য দেন সিডিপির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এসএসসি এবং এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই সংগঠনটি সমাজের গরীব অসহায় মানুষের সার্বিক সেবা প্রদান করে থাকে। তন্মধ্যে চিকিৎসা সেবা, অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং ফরম ফিলাপের টাকা প্রদান করে থাকে। বিভিন্ন অসহায় মানুষের ডাক্তারি পরীক্ষা সহ মেডিসিন প্রদান করে থাকে। এছাড়াও সংগঠনটি গরিব অসহায় মানুষের মাঝে স্বাবলম্বী প্রকল্পে সেলাই মেশিন, ছাগল, হাঁস মুরগি ইত্যাদি প্রদান করেন। এছাড়াও সংগঠনটি সারা দেশের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে রক্ত সংগ্রহ ও প্রদান করে দিয়ে থাকেন।
সংঘঠনের সকল সদস্য সেবামূলক কার্যক্রমে দেশবাসি সবার কাছে সর্বদা সাপোর্ট ও দোয়া কামনা করেছেন।