নারায়ণগঞ্জ ১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাইফুল ইসলাম
রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে আজ দুপুরে রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ফরম ক্রয় করার পূর্বে শো ডাউন ও মিছিল করেন তারা। আসনটিতে আওয়ামীলীগের নমিনেশন পেতে বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া দৌড়ঝাঁপ করছেন। এরআগে তৃণমূল বিএনপি মহাসচিব তৈমূর আলম খন্দকার এ আসনে লড়তে মনোনয়ন ফর্ম ক্রয় করেন তার দল থেকে। অন্যদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি অবরোধ ও হরতালের সময় নাশকতার অভিযোগে একাধিক মামলা থাকায় পলাতক রয়েছেন।