নরসিংদী পলাশে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
খন্দকার সেলিম রেজা
প্রতিনিধি মনোহরদী উপজেলা
নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশালে ডোবার পানিতে ডুবে আবিদা(৬)নামের শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবিদা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।পুলিশ ও নিহতের পরিবার জানায়,রবিবার(১৯ শে নভেম্বর)দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে শিশু আবিদার দাদী জবেদা খাতুন মারা যায়।সোমবার ২০ শে নভেম্বর সকালে পরিবারের লোকজন তার কবর খোড়া নিয়ে ব্যস্ত থাকে। এ সময় শিশু আবিদা বাড়ীর পাশে খেলা করছিল।পরে পরিবারের লোকজন আবিদার কোন খোঁজ-খবর না পেয়ে ডোবার পাড়ে গিয়ে পানিতে তার দেহ ভেসে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইকতিয়ার উদ্দীন জানান,খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।