নরসিংদীতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলা গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা অবস্থান নিয়েছে। চলমান আন্দোলন ও নির্বাচন দুটোই সমানে প্রধান বড় ইস্যু। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অবরোধ চলমান হাইওয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদী জেলা পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থান নিয়েছেন। নরসিংদী জেলায় ৬টি উপজেলা ১টি থানায় প্রত্যেকটি এলাকায় পুলিশের কঠোর নজরদারি রেখেছেন। তফসিল ঘোষণার পর পুলিশে তৎপরতা বেড়েছে। নরসিংদী জেলার প্রতিটি স্থান পুলিশের নজরদারিতে রয়েছে। শিবপুর উপজেলা ইটাখোলা ঢাকা- সিলেট মহাসড়কে অবরোধ চলাকালে পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থান ও নজরদারিতে রেখেছেন।