নেত্রকোনায় রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্হানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র প্রতিনিধি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
রাজুর বাজার কলেজিয়েট স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমূখ।
উল্লেখ্য ৭১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে এই একাডেমিক ভবন নির্মাণ করা হয়।