1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে প্রতারক চক্রের হুমকি, সাংবাদিককে হত্যা ও মিথ্য মামলায় ফাঁসানোর চেষ্টা রাজশাহীতে আইন উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে প্রশিক্ষণার্থীদের প্রশংসা।         আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমেই বাতিল মতবাদের প্রভাব থেকে মুক্তি ও জীবনকে সুন্দর করা সম্ভব স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী  ক্লাসরুম ভাড়া হয় আবাসিক হোটেল আদলে প্রকৌশলীদের আল্টিমেটামের সমাপ্তি, পুনরায় রাজপথে রুয়েট শিক্ষার্থীরা।   মতলুবর স্যারের পাঠ জয়পুরহাটে তিনটি হিমাগার থেকে গোপনে ৫০ হাজার বস্তা আলু বিক্রি! মেহেরপুরে শ্বশুর হত্যার অভিযোগে জামাই আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো দুই বছরের দেওয়া হয়েছে। রায়পুর পৌরসভার লাইসেন্স শাখায় ঘুষ ও অনিয়ম,অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তানোর সদর ইউনিয়ন ভূমি  অফিস পরিদর্শন করলেন ড:চিত্রলেখা নাজনীন।        

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ২১০০ পিস ইয়াবা উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

 

ডিএনসি রাজশাহী গোয়েন্দা কর্তৃক যাত্রীবেশে ২১০০ পিস ইয়াবা উদ্ধার

_______ মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপ – পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম ১২ ই নভেম্বর রবিবার রাত্রি ৩.৩০ মিনিটে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড আবুল হোসেন মার্কেট এর সামনে হাতকুমরুল হতে কাশিনাথপুর গামী পাকা রাস্তার উপর পূর্ব পার্শে নারায়নগঞ্জ হতে পাবনগামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ ন: ঢাকা মেট্রো – ব ১২ -২০৬৯ তল্লাশি করে গাড়ির ভিতরে মাঝখানে ডান দিকে জানালার পার্শে সীটে বসা টিকিট বিহীন যাত্রীর দেহ বিধি মোতাবেক তল্লাশি করে আসামি নাজমা খাতুন (৫৩ ) পিতা – মৃত আব্দুল হামিদ সা; রামচন্দ্রপুর ঘোষপাড়া ওয়ার্ড ন -৩, পাবনা সদর ,পাবনা আসামির পরিহিত কামিজের বুকের মাঝে রক্ষিত একটি পলিথিনে কালো টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ২১০০ পিস ট্যাবলেট উদ্ধার করে।
যাত্রীবাহী বাসটি বেলা ৩.১৫ মিনিটে গতিরোধ করে থামায় ও ঘেরাও করে । উপস্থিত (১) মোঃ মিজানুর রহমান (৪১ ) পিতা – মৃত ওয়াহাব আলী সাকিম – দিঘলকান্ডি পূর্ব পাড়া থানা – আমিনপুর , জেলা – পাবনা (২) মোঃ রাতুল শেখ (২১) পিতা – মোঃ আবু সাঈদ শেখ সকিম – ধোপখলা, থানা – পাবনা সদর ,জেলা – পাবনা কে সাক্ষী করে বাসটি তল্লাশি করেন । তল্লাশি কালে গাড়ির ভিতরে মাঝখানে ডান পাশে কামিজের বুকের মাঝে রক্ষিত একটি পলিথিনে কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য এমফিতামিনযুক্ত ইয়াবা ২১০০ পিস ট্যাবলেট , ১ টি স্মার্ট মোবাইল ফোন Rm-1187 উদ্ধার ও জব্দ করে । উদ্ধারকৃত আলামত হতে ১০ পিস এমফিতামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য নিজ জিম্মায় রাখেন । অবশিষ্ঠ ট্যাবলেট ও আলামত সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেন । ঘটনাস্থলে উদ্ধারকৃত ট্যাবলেট পরিমাপ করে আলামত, নমুনা, আসামি সহ রাত্রি ৪.১০ মিনিটের সময় ঘটনাস্থল ত্যাগ করে ।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর তথ্যমতে , বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহী এর উপ পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও পরিবহন করায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১), সারণীর ক্রমিক ন. ১০( ক ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি নাজমা খাতুনের নামে শাহজাদপুর থানা , সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয় ।

উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD