রাজশাহীর রেলওয়ের মেইন লাইনে আগুন
রাজশাহী ব্যুরো ঃ ১০ ই নভেম্বর শুক্রবার দুপুর ১২ তার দিকে রেলওয়ের মেইন লাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ট্রেন চালক (এসএলএম) আমিনুল ইসলাম ওয়াস ফিডের বাইরে ট্রেন সান্টিং দিচ্ছিলেন, এ সময় পাশের মেইন লাইনের জয়েন্ট স্লিপারের আগুন দেখতে পায়। পরে ইঞ্জিন থেকে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিআরপির কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রাজশাহী হতে বিভিন্ন রুটে ট্রেন চলাচলকারী মেইন লাইনে জয়েন্ট স্লিপারের প্রায় একাংশ পুড়ে গেছে। পানি দেয়া হলেও আগুনের ফুলকি বের হচ্ছে এবং ধুয়া উড়ছে। স্লিপারটি অনেক পুরনো হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় রেল লাইনের ওপর। এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
জিআরপির কর্মকর্তা জানান, এটি নাশকতা নাকি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন, রেল লাইনের ধারে একটি পাগলি ঘুরে বেড়ায়, তারও কাজ হতে পারে, এর আগেও রেল লাইনে আগুন ধরিয়ে ছিল সে। অন্যদিকে, বিএনপি-জামাতের চলমান অবরোধের বিষয়ে ঘটনাটি ঘটতে পারে, তদন্তে টা বেরিয়ে আসবে ।