“গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে নৌকা পরাজিত হলেও গণতন্ত্রের বিজয় হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।” ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে প্রতিবাদ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।তিনি আরো বলেন বি এন পি যে মিথ্যাচার করে আসছে যে,এই সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হবেনা হতে পারেনা। তাদের সেই ভুল ধারনা কে মিথ্যা প্রমাণিত করে শেখ হাসিনার সরকার দেশের মানুষ কে দেখিয়ে দিয়েছে কিভাবে গণতন্ত্র কে প্রতিষ্ঠা করার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয়।সব শেষে তিনি ইলেকশন কমিশন কে ‘একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ও গাজীপুর বাসীকে অভিনন্দন জানান।