প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস: নেত্রকোণায় শিক্ষক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় নেত্রকোণার কেন্দুয়ায় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এমপিওভুক্ত বেসরকারি স্কুল মজলিশপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ২১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। কিছু সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়লে অভিবাবকসহ এলাকাবাসীর মাঝে দেখা দেয় ক্ষোভ। শিক্ষকের বিচার চেয়ে ফেইসবুকে লেখালেখি শুরু হয়। এরপর ২৩ মে বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জরুরি সভা করে শিক্ষক মিজানুরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনার পর থেকে শিক্ষক মিজানুর রহমান স্কুলে রয়েছেন অনুপস্থিত।
এলাকাবাসী এই শিক্ষকের শাস্তির দাবি করেছেন।
মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুরের কর্মকাণ্ডের বিশ্লেষণ করে ও শিক্ষা কর্মকর্তাদের সাথে পরামর্শ করে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু জানান, এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিভাবকেরা তার বিচার চাচ্ছিলেন। এ অবস্থায় উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেই।