মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি
রাজশাহী জেলার তানোর উপজেলার আমশো, মথুরাপুর মাদ্রাসা জামে মসজিদের উন্নতিকল্পে বাৎসরিক আয় ও ব্যায়ের হিসাব স্থানীয় ৩০০ এর অধিক গণ্যমান্য মহল্লাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় । এতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনসুর রহমান সরদার , সাধারণ সম্পাদক মোঃ নাসির শাহ , নির্বাহী সদস্য মোঃ বাসের শাহ , মোঃ এনামুল হক,মোঃ আফসার আলী দেওয়ান,ও এলাকার মুসল্লিবৃন্দ । আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কাশিয়ার ( ভারপ্রাপ্ত ) মোঃ আজিজুর রহমান জমাদার । রেজিষ্টার,নথিপত্র, ও কেনাকাটার ভাউচার পরীক্ষায সঠিকতা পাওয়ায় কাসিয়ারকে ধন্যবাদ জানানো হয় । জানুয়ারি ‘২৩ – অক্টোবর ‘২৩ পর্যন্ত হিসাব পরীক্ষায় আয় ৫,৫৫,৪২৫/ টাকা ও ব্যয় ৪,৬১,২৬০/ টাকা বর্তমান স্থিতি ৯৪,১৬৫ / টাকা । সভাপতি নিজ উদ্যেগে মহল্লাবাসীর জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন । মধ্যাহ্ন ভোজের পর দোয়ার আয়োজন করা হয় ।