রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকা আটক
_________রাজশাহী ব্যুরো
৩ রা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাসায় জামায়াতের গোপন বৈঠকের অভিযোগে রাজশাহীর এক নারী চিকিৎসককে নিয়ে গেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি হলেন- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা।
ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে তার এক ভাগনিসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয় । এর আগে বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগর ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ ডা. ফাতেমা সিদ্দিকার বাড়ির ভেতরে প্রবেশ করে।
এর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের ভাষ্যমতে , ডা. ফাতেমার সিদ্দিকাকে আটক করা হয়নি।
আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাড়ি থেকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ডা. ফাতেমা সিদ্দিকা রাজশাহীর স্বনামধন্য চিকিৎসক। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তবে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।