নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে তাঁতী লীগ নেতা নিহত
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর নরসিংদী কাউরিয়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে তাঁতীলীগ নেতা রানা আকবর মোল্লা নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন তুষার নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আবুল কাসেম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহতের স্বজনরা জানায়, পূজা দেখে ফেরার পথে রাত ৮ টার দিকে নরসিংদী পৌর ঈদগাহর সামনে আসা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
পরে রানা মাটিতে লুটিয়ে পড়লে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় রানার সঙ্গে থাকে তুষার নামে এক যুবক গুরতর আহত হন।
সদর থানার ওসি আবুল কাসেম ভূঞা বলেন, ’এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটকও করা যায়নি।’