মেহেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও আহ্বায়ক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক ও উপদেষ্টা কমিটির দায়িত্ব হস্তান্তর গ্ৰহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) মেহেরপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন। সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক মন্টুর সঞ্চালনায়
মেহেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মহসীন আলী আঙ্গুরকে আহবায়ক করে তিন সদস্য কমিটি গঠিত হয়েছে।
সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদ হোসেন ও মোঃ উজ্জল হোসেন খান সদস্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও পাচ সদসস্য বিশিষ্ট সাংবাদিক উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্য হলেন সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ রহুল কুদ্দুস টিটো, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলামিন হোসেন, মোঃ নুরুল হুদা, মোঃ ওয়াজেদুল হক।
এসময় মেহেরপুর প্রেসক্লাবের অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।