দক্ষিণখানে ভবনের ছাদ থেকে নারীর লাফ, হাসপাতালে মৃত্যু
নাঈমুল ইসলাম রিমন ঃ ১৯ অক্টোবর ২০২৩ রাজধানীর দক্ষিণখানে নয় তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েছেন এক নারী, জানা গেছে তার নাম হুমাইয়া আক্তার রিমি।খবর পেয়ে স্বজনরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বরাতে জানা গেছে দক্ষিণখান কাওলা টেকবাড়ি এলাকার বকুল ভিলার ৯ তলার ছাদ থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি লাফ দেন।তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।সেখান থেকে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর আগে ওই নারী বলেন, তিনি রাজধানীর শেরেবাংলা নগরের পূর্ব রাজা বাজারের আলতাফ উদ্দীন ভূঁইয়ার মেয়ে। স্বামী আকাশ রহমান ও চার বছর বয়সী ছেলে সন্তান নিয়ে কাওলা টেকপাড়া এলাকায় থাকতেন।
এলাকাবাসী বলেন, বিকেলের দিকে একটি বিকট শব্দ হয়। পরে দেখা যায় বহুতল ভবনের নিচে একজন নারী পড়ে আছেন।স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে জানায় এ বিষয়ে ময়নাতদন্ত হবে,একটি অপমৃত্যু মামলা হবে।