নেত্রকোণায় রায়পুর ইউনিয়ন ছাত্রলীগ ও ফকির আশরাফ ডিগ্রি কলেজ শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলাধীন ফকিরের বাজার ৭নং রায়পুর ইউনিয়ন ছাত্রলীগ ও ফকির আশরাফ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৭নং রায়পুর ইউনিয়ন ছাত্রলীগ ও ফকির আশরাফ ডিগ্রি কলেজ এ কর্মী সমাবেশের আয়োজন করে।
কর্মী সমাবেশটি শুরুর প্রারম্ভে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের জাতীয় দলীয় পতাকা উত্তীর্ণ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমাবেশটি বারহাট্টা উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমরান হাসান সাকিবের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি খানের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বারহাট্টা উপজেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন, ৭নং রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রাজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও রাষ্ট্র পরিচালনা করার আহবান জানান।