সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ প্রদান করলেন ইউএনও ।
_________ রাজশাহী ব্যুরো
নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন অদ্য ১৭ ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৩.৩০ তার সময়ে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন । শিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিযে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দু’ দু’বার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা – প্রতিষ্ঠানের কচি কোমল শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নিয়ে সন্তোষ্টি প্রকাশ করেন । তিনি লেখাপড়া গুণগতমান ও সাফল্য কামনা করেন ।
এ সময় সাপাহারের সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার , বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, এবং বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় ও লেখাপড়ার খোঁজখবর নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।