শেরপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, আজকের মেধাবী প্রজন্মই ভবিষ্যতের কর্ণধার। তারাও একদিন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। কাজেই তাদের ভবিষ্যতে স্ব-স্ব ক্ষেত্রে সেবা ও মানবিক বোধের প্রতিফলন ঘটাতে হবে। আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১৫ অক্টোবর রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রিয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
এসময় চেম্বারের পরিচালক বশিরুল ইসলাম শেলু, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, শেরপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি নাসরিন বেগম ফাতেমা, শিক্ষার্থী অভিভাবক ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চেম্বারের পরিচালক অজয় চক্রবর্তী জয়, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ চেম্বারের পরিচালকমণ্ডলী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।