রাজশাহী জেলার সংক্ষিপ্ত বিবরণী
———রাজশাহী ব্যুরো
রাজশাহী বাংলাদেশের একটি বিভাগীয় জেলা।যার নামকরণ করেন নাটোরের রাণী ভবানী।অনেকেই বলেছেন, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হত,যার পূর্ব নাম ছিল রামপুরা বোয়ালিয়া। এটি জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৭৭২ সালে। আয়তন ২,৪২৫.৩৭ বর্গ কি.মি.।
সীমানা :রাজশাহী জেলার উত্তরে নওগা ও চাপাইনবাবগঞ্জ জেলা।দক্ষিনে কুষ্টিয়া, ভারতের পশ্চিমবঙ্গ ও পদ্মা নদী।পুর্বে নাটোর এবং পশ্চিমে চাপাইনবাবগঞ্জ জেলা।
এটি গঠিত:৯টি উপজেলা,১৩ টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন,১৬৭৮ টি মৌজা,১৮৫৩ টি গ্রাম ও বাংলাদেশের অন্যতম ১ টি সিটি কর্পোরেশন যা গ্রীন সিটি,ক্লিন সিটি,সিল্ক সিটি,স্মার্ট সিটি, এডুকেটেড সিটি,হেল্দ সিটি নামে পরিচিত।
মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরে অবস্থান এবং জাতীয় সংসদের ৫২-৫৭ নম্বর আসন।
জেলার জনসংখ্যা :২২৮৬৮৭৪,পুরুষ:১১৮৪৪৪৮,মহিলা:১১০২৪২৬ (আদমশুমারি ২০১১)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি:৫৯.৩৫%, অন্যান্য :৪০.৬৫।
নদনদী :পদ্মা,মহানন্দা,আত্রাই
উৎসব: বাংলা নববর্ষ, চড়কপুজা,বেরাভাসন,হালখাতা,নবান্ন উল্লেখযোগ্য।
খেলাধুলা: হা-ডু-ডু,নৌকাবাইচ,দাড়িয়াবান্ধা,লাঠিখেলা, ফুটবল, ক্রিকেট উল্লেখযোগ্য।
লোকসংস্কৃতি ও সংগীত: গম্ভীরা, কবিগান,মেয়েলি গীত,ছড়া,পুতুল নাচ,লোকনাট্য, উপকথা, ধাঁধাঁ উল্লেখযোগ্য।
পত্রিকা
:১.সাময়িকী :বার্তা,সোনার দেশ,সানসাইন,উপাচার, লাল গোলাপ, আজ,প্রথম প্রভাত,চেনা জগৎ উল্লেখযোগ্য।
২.সাপ্তাহিক :দুনিয়া,রাজশাহী বার্তা,গনখবর,উত্তর জনপদ,ধরণী, সুবর্ণ সংবাদ উল্লেখযোগ্য।
৩.মাসিক:নব প্রবাহ,লোক পত্র,প্রযুক্তি প্রবাহ,আত্ তাহরিক,।
ঐতিহাসিক দর্শনীয় স্থান : ১.দক্ষিন এশিয়ার বিখ্যাত বাংলাদেশের প্রথম যাদুকর বরেন্দ্র যাদুঘর(১৯১০)।
২.এশিয়া মহাদেশের বৃহত্তম শিবমন্দির ও রাজবাড়ি, পুঠিয়া।
৩.ঐতিহাসিক বাঘা মসজিদ।
৪.হাওয়াখানা, তারাপুর,পুঠিয়া।
৫.শাহ মখদুম ও সৈয়দ করম আলী মাজার।
৬.পদ্মার চর,নির্মল চর,বড় কুঠির।
৭.এ.এইচ.এম.কামরুজ্জামান জাতীয় উদ্যান।
৮.রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঐতিহাসিক স্থান ও স্থাপত্য প্রভৃতি।
এছাড়াও রয়েছে: বাংলাদেশ পুলিশ ট্রেনিং একাডেমি,বাংলাদেশ পোস্টাল একাডেমি, বাংলাদেশ রেশম গবেষনা ইন্সটিটিউট।
শিক্ষাপ্রতিষ্ঠান : ১.বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম,সৌন্দর্যের লীলাভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২.রুয়েট।
৩.মেডিকেল কলেজ।
৪.রাজশাহী কলেজ। বি: দ্র:- বর্তমানে রাজশাহী মহানগরীকে শিক্ষা নগরী ও শান্তির নগরী বলা হয় । এশিয়া মহাদেশের মধ্যে পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহীকে ধরা হয়।