ইয়াবা হেরোইন ও গাঁজাসহ রাজবাড়িতে ৫জন আসামি গ্রেফতার
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মাদক বিরোধী ৩টি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের এরশাদ বিশ্বাস, ১০০ পিস ইয়াবা ও ৪০ পুড়িয়া হেরোইনসহ উত্তর দৌলতদিয়া সেহরাব মন্ডল পাড়ার জুলহাস ফকিরের বাড়ির ভাড়াটিয়া মো. সাব্বির হাওলাদার (১৭), চর দৌলতদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের সাগর শেখ (১৬), ৫৫ পুড়িয়া হেরোইনসহ বিনোদপুর নতুন মসজিদ পাড়ার মো. তুহিন শেখ তুহিন কসাই (৩০), বড় লক্ষ্মীপুর গ্রামের মো. বাবু খাঁকে (৩৩) গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান বলেন, উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে এরশাদ বিশ্বাসকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, পৃথক দুটি অভিযানে হেরোইন, ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি তুহিন শেখের বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা এবং বাবু খাঁর বিরুদ্ধে ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানায় তাদের নামে মামলা করা হয়েছে।