মহেশপুর অসহায় মাজেদা বেগমের সাংবাদিক সম্মেলন
তাকে ভিটে ছাড়া করার জন্য নির্যাতন করার অভিযোগ
সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
মহেশপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে অসহায় মাজেদা বেগমের সাংবাদিক সম্মেলন তাকে ভিটে বাড়ি ছাড়া করার জন্য নির্যাতন করার অভিযোগ।
উপজেলার মালবাড়িয়া গ্রামের পিতা-মৃতঃ আফাজউদ্দিন শেখের মেয়ে স্বামী পরিত্যাক্ত মাজেদা খাতুন (৪২) তার উপর নির্যাতনের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে মাজেদা খাতুন বলেন মালবাড়িয়া গ্রামের কামরুজ্জামান ছেলে ফারুক বিল্লা ,মৃতঃ নায়েব আলী দর্জির ছেলে সামাদ দর্জি ,তার স্ত্রী পাখি খাতুন এবং তার ছেলে পারভেজ দর্জি সহ ৭/৮ জন লোক গত ১৯.০৮.২৩ তারিখে সকালে তার উপরে অমানসিক নির্যাতন করে সে সময় তার মাথায় ১২ টি সেলাই দেওয়া হয় এবিষয়ে মহেশপুর থানায় একটি মামলা হয়। বর্তমানে সুস্থ্য হয়ে বসবাস করছিলো। কিন্তু গত ৯ অক্টোবর দিবাগত রাতে উক্ত আসামীরা আবারো তার উপরে নির্যাতন করে এবং বাড়ি ঘর ভাংচুর করে ও এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এঘটনায় মহেশপুর থানায় অভিযোগ দায়ের করে। মাজেদা খাতুন আরো জানায় সে এখন নিরাপত্তাহীন ভাবে জীবন যাপন করছে। আসামীরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছে এবং তিনি বেঁচে থাকার আকুতি জানিয়েছেন।