আক্কেলপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
_____ আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনাটি (৯ অক্টোবর) সোমবার আক্কেলপুর উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে ( বাদির অনুরোধে গ্রামের নাম দেওয়া সম্ভব হলো না )। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত আলম মন্ডল (৫৫)কে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ।
জানা গেছে, সোমবার ওই ছাত্রী দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে তার নিজ কক্ষে পরনের বোরকা পাল্টানোর সময় বাড়িতে কেউ না থাকায় আলম তাকে জোর পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ সময় মেয়েটির চিৎকারে তার প্রতিবেশি এগিয়ে এসে ঘরের জানালা দিয়ে ঘটনাটি দেখতে পায়। অভিযুক্ত বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। পরে তার বাবা-মা বাড়িতে আসলে মেয়েটি ও তার প্রতিবেশি ঘটনাটি খুলে বলে। রক্তক্ষরণ হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিলেও অবস্থা গুরুতর হওয়াই পরিবারের সদস্যরা তাকে পর দিন বিকালে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
ওই ছাত্রীর বাবা জানায়, তিনি বর্তমানে হাসপাতালে মেয়ের কাছে আছেন। তিনি এর সুষ্ঠু বিচার চান।
অভিযুক্ত আলম মন্ডলের স্ত্রী শাহানা বলেন, ‘ঘটনাটি সাজানো। তারা আমাদের প্রতিবেশি হওয়াই বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে আমার স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে ঘটনাটি সাজিয়ে মামলা দেওয়া হয়েছে।’
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায় ।