নৌকায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয় : এমপি মনসুর রহমান ।
______রাজশাহী ব্যুরো
দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করালেন রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মুনসুর রহমান। তিনি আজ বৃহস্পতিবার ১২ ই অক্টোবর দুপুরে দুর্গাপুর উপজেলার কিশমতগণকৈর ইউনিয়নের উজান খলসি হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে ৪ হাজার ২২৭ জন উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন । তিনি বলেন, নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।
ডা. মুনসুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বিভিন্ন ভাতা দিয়ে সাধারণ মানুষকে সামাজিক সুরক্ষায় এনেছেন । জনগণ উপকার পাচ্ছে। রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে ও কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ওয়ার্ড পর্য়ায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।