ফরমালিন যুক্ত আম যাচ্ছে ঢাকায়। নিজস্ব প্রতিবেদক
শুরু হয়েছে আমের মৌসুম, আম যদিও বাঙ্গালীর জাতীয় ফল নয়,কিন্তু আম বাংলাদেশের ঐতিহ্যবাহী ফলের মধ্যে অন্যতম, ‘আমের মৌসুম আসলে’ই বাজারে উপচে পরা ভিড় দেখলেই বুঝা যায় আম বাংলাদেশের মানুষের কতটা প্রিয়। আমাদের নিজস্ব প্রতিনিধি – রাজশাহী – চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে জানান, সেখানের বাগান গুলোতে আমের ছড়াছড়ি, আম চাষীরা আম পাড়ায় ব্যস্ত, কাচা আম কেন পারছে জানতে চাইলে,এক চাষী জানান এই আম ঢাকা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের এখানে এসে আমাদের থেকে কাচা আম কিনে নিয়ে ‘ফরমালিন’ মেরে কার্টুন ভর্তি করে নিয়ে চলে যায়, আমাদের আর পাকানোর ঝামেলা থাকে না। কাচা আম এভাবে ফরমালিন দিয়ে বিক্রি করলে মানব দেহে ক্ষতি হবে, ‘আম চাষীদের কাছে জানতে চাইলে তারা জানান, পাকা আম ব্যবসায়ীরা কিনে না, ফল আসার পর থেকেই তারা বিভিন্ন বাগান ঘুরে ঘুরে কাচা আম বাগান সহ কিনে নেয়,পরে আমরা আর তাদের কাছে আম বিক্রি করতে পারি না,কারন পাকা আমের দাম বেশি তাই তারা অল্প দামে আমাদের থেকে আম কিনে এভাবে ফরমালিন দিয়ে ঢাকায় নিয়ে বেশি দামে বিক্রি করে, আমরা তাদের কাছে জিম্মি আমাদের কিছু করার নাই, আমদের তো আম বিক্রি করে সংসার চালাতে হবে,নয়লে আমরা খাব কি?বেশি মুনাফার লোভে, ”মানব দেহে ক্ষতি হয় এমন অমানবিক কাজ করতে, ‘ব্যবসায়ীদের একটুও অনুভূতিতে আঘাত লাগে না!! ‘এভাবে ফরমালিন যুক্ত আম বাজারে বিক্রি করলে মানব দেহের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই এখন’ই সরকারের আশু পদক্ষেপ নেওয়া জরুরী।