বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসা ও এক দফা দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে স্বৈরাচার পতনের এক দফা দাবী ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর্শ মহিলা কলেজের সামনে সমাবেশ করেছে। এদিকে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেসক্লাব ও ১ নং রেলগেটসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে এসে সমাবেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবক দল, কৃষকদলসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়সকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ন-আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা প্রমূখ।