1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ পর্যটকদের আকর্ষণ দালাল বাজার জমিদার বাড়ি। দৈনিক নয়া কণ্ঠ মামলার হাজিরা দিতে বের হয়ে সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে  প্রাণ গেল আলমগীরের। দৈনিক নয়া কণ্ঠ ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। দৈনিক নয়া কণ্ঠ ভোলায় বীর সন্তান শহীদ- শাকিলকে চিরস্মরণীয় করে রাখতে জেলা প্রশাসক-কে স্মারকলিপি। দৈনিক নয়া কণ্ঠ টাঙ্গাইল বিয়ে পাগলা পিতা। দৈনিক নয়া কণ্ঠ হোটেল মালিকের বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকীর অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ ঝিনাইগাতীতে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২। দৈনিক নয়া কণ্ঠ নেত্রকোনার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় আনন্দ মিছিল। দৈনিক নয়া কণ্ঠ

ব্যবহারকৃত সামগ্রীর আড়ালে পাচারকালে ৩৬ কেজি গাঁজা সহ ০৩ জন আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

 

ব্যবহারকৃত সামগ্রীর আড়ালে পাচারকালে ৩৬ কেজি গাঁজা সহ ০৩ জন আটক

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় বাজারস্থ নিউ ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে নাটোর হতে রাজশাহীগামী পাকা রাস্তার উপর দক্ষিণ পার্শ্বে একটি ডেলিভারি ভ্যান যার রেজিঃ ন : – ৬-১১-০২০৩, চেসিস ন: BU 87-0017527, ইঞ্জিন ন:- 14 B-1406443 তল্লাশি করে গাড়ির ভিতর উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় । এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় , রাজশাহীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মাদক কারবারি (১) মোঃ আমজাদ হোসেন (৩৮) , পিতা – মৃত খলিলুদ্দিন, মত – মৃত মনোয়ারা , সাকিm- আমতলী ছটু গ্রাম, ডাকঘর – কানুয়া, ইউপি – চাকির পশার, থানা – রাজারহাট, জেলা – কুড়িগ্রাম । (২) মোঃ ইসমাইল হোসেন (৪৪) ( গাড়িচালক ) পিতা – মৃত জব্বার আলী, মাতা – মোসা:- মেহেরুন বেগম, সাকিম – হাতিয়ারভিটা ( রায়গঞ্জ ডিগ্রি কলেজের পিছনে ) , ২ ন: ওয়ার্ড, ইউপি – রায়গঞ্জ , থানা – নাগেশ্বরী, জেলা – কুড়িগ্রাম । (৩) মোঃ আনিসুর রহমান (৪৪) , পিতা – মৃত মজিবুর রহমান , মাতা – মোসা: আমেনা বেগম, সকিম – মহিতর খন্ড ক্ষেত্র, থানা – রাজারহাট, জেলা – কুড়িগ্রাম । একটি বস্তায় পলিথিনে স্কচ টেপ দ্বারা মোড়ানো ০৪ টি পোটলায় প্রতিটিতে ০৯ কেজি করে মোট ৩৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ডেলিভারি ভানে বহন করছিল । অবৈধ মাদক গাজার সাথে বাটন মোবাইল ফোন (১) walton মডেল L50, সিম নাম্বার – ০১৯৬০৪৮৭১২০, (২) it 5617 , সিম নাম্বার – ০১৬৩৯১৪৯০৯০ , (৩) itel মডেল it 5617 , সিম নাম্বার – ০১৩৩১০৫০৭৩১ , এর সাথে প্লাস্টিকের জগ ৫০ পিস, প্লাস্টিকের বদনা – ৫০ পিস , প্লাস্টিকের কলমদানি – ৫০ পিস ,জব্দ করা হয় । তিনি আরো জানান, উল্লেখিত চক্রের মাদক কারবারিরা কুড়িগ্রাম ও কুমিল্লা জেলার সীমান্ত দিয়ে অবৈধ মাদক গাঁজা রাজশাহীতে নিয়ে আসছে । তারা এখন মূল সড়ক পরিবর্তন করে ছোট ছোট রাস্তা দিয়ে মাদক আনা নেওয়া করছে । মাদক ব্যাবসায়ীরা কৌশল করে বিভিন্ন সময়ে মাদকের রুট পরিবর্তন করে থাকে । গত ৪ মাসে ১০৩৫ কেজি অবৈধ গাজা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , রাজশাহী কর্তৃক উদ্ধার করা হয়েছে । চক্রটি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের কাজ করে আসছে । উল্লেখিত চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট আসে। তারা বিভিন্ন কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছে। উল্লেখ্য এক ও দুই নং আসামিগণ ১১/০৬/২০২৩ তারিখে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা হতে ১৫০ কেজি গাঁজাসহ আটকপূর্বক বিভাগীয় গোয়েন্দার কার্যালয়ে রাজশাহী মামলা দায়ের করে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল। সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে চক্রটি উত্তরবঙ্গ হতে আগত গাজার বড় একটি চালান রাজশাহীর দিকের ডেলিভারি করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ০৮/১০/২০২৩ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর উপ- পরিচালক মোহাঃ জিললুর রহমান এর নেতৃত্বে বিভাগের স্টাফ এসআই মোঃ মোসাদ্দেক হোসেন, এএসআই মোঃ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই বাইজিদ হোসেন, এএসআই মোঃ শাহ্জাহান আলী, সিপাহী মোঃ গোলরাজ রহমান, এবং গাড়িচালক মোঃ মনসুর রহমান রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগিতায় সরকারি গাড়ি যোগে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় বাজারস্থলে নিউ ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে নাটোর হতে রাজশাহী গামী পাকা রাস্তার উপরে দক্ষিণ পাশে একটি ডেলিভারী ভ্যান তল্লাশি কালে গাড়ির ভিতরে কাভার্ড অংশে লুকায়িত অবস্থায় একটি বস্তায় পলিথিনের স্কচ টেপ দ্বারা লুকাইতো গাঁজা গুলো উদ্ধার করে । এ পর্যন্ত ১ ন: আসামি মোঃ আমজাদ হোসেনের নামে অবৈধ তিনটি মাদক মামলা ও ২ ন : আসামি মোঃ ইসমাইল হোসেনের নামে ৬ টি মামলা দায়ের হলো ।

উপ পরিচালক জিল্লুর রহমান আরো জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধান পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের। বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দার কার্যালয়,রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD