দুই বছরে শতকোটি টাকার মালিক কে এই সিদ্দিক মিয়া ওরফে (টেনটু)
মো:মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক
ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডের খোকন মেম্বারের ভিটায় রিপনের বাসায় ভাড়া থেকে ছোটো থেকে বড় হয়েছেন । তার বাবা ছিলেন একজন ভ্যান চালক তার মা অন্যের বাসায় কাজ করতো। তাকে সবাই ( টেনটু ) নামে চিনতো সেই (টেনটু ) বর্তমানে সিদ্দিক নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।
শতকোটি টাকার মালিক হয়ে গেছে রাতারাতি যে কিনা দুই বছর আগেও মানুষের দোকানে কাজ করতো
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জোয়ারী।
ভালুকায় রয়েছে তার ৬০ সদস্য বিশিষ্ট বিশাল কর্মী বাহিনী তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভালুকায় বাসষ্টান্ডে অবস্হিত সানি ষ্টুডিও’ বিকাশের দোকানদার শ্রী কীর্তন ” ভালুকা বাজারের কাঁচামালের আড়ৎদার ফারুক মিয়া ” বাসষ্টান্ডে অবস্হিত বিকাশের এজেন্ট জসিম ” টি এন্ টি মোড়ের ছোট জসিম ” ডালি ভবন এলাকার পারভেজ তরফদার। শুধু ভালুকায় নয় দেশের বিভিন্ন জায়গা যুব সমাজকে ধংস করে দিচ্ছে এই অন লাইন জোয়া। অভাবের তাড়নায় এক সময় তার বউ অন্যের হাত ধরে চলে গিয়েছিল।
তারপর, থেকেই বেপরোয়া হয়ে ওঠে টেনটু ওরফে সিদ্দিক । টাকার নেশায় জড়িয়ে যায় অনলাইন জুয়াতে দুই বছরের মধ্যে সে শত কোটি টাকার মালিক হয়েছে।
তার কারণে অনলাইন জুয়ার কবলে পরে ধ্বংস হয়েছে ভালুকার স্বনামধন্য ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে টিন সালামের ২ ছেলে কামাল হোসেন এবং মামুন মিয়া।
ভালুকা মধ্য বাজারের মরহুম হাফেজ গোলাম মোস্তফা ওরফে তিব্বত হুজুরের ছেলে আবুল হাসান ভালুকার স্বনামধন্য ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে টিন সালামের ২ ছেলে কামাল হোসেন এবং মামুন মিয়া সহ শত শত যুবক।