রাজবাড়ী কালুখালি থেকে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে কালুখালী থানার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের শমসের মার্কেটের চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, কালুখালী উপজেলার দূর্গাপুর গ্রামের মো. নুরু বিশ্বাসের ছেলে মো. রুহুল বিশ্বাস (৩২) ও রুহুলে স্ত্রী সুফিয়া খানম (২৮)।কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুবোধ চন্দ্র বর্মন, এসআই প্রদীপ চন্দ্র সরকার সঙ্গীয় র্ফোসসহ অভিযান চালিয়ে মো. রুহুল বিশ্বাস ও সুফিয়া খানমকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।