মহেশপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
সুমন হোসেনঃমহেশপুর ঝিনাইদহ
রবিবার সঁন্ধায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ হইতে ৪০৬ পিচ ফেন্সিডিল ও পিকআপ ভ্যান’সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দত্তনগর ক্যাম্প পুলিশ।
জানাগেছে-গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃআজিম-উল আহসান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল জনাব,মুন্না বিশ্বাস এবং অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্ত্বে ঝিনাইদহ মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নিরস্ত্র আশীষ দাষ,এ এস আই নিরস্ত্র ফিরোজুর রহমান,এ এস আই নিরস্ত্র আল ইমরান’সহ সঙ্গীয় পুলিশ সদস্যের বিশেষ অভিযানে গুড়দাহ বাজারের মা এন্টারপ্রাইজ এর সামনে গুড়দাহ দত্তনগর প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে পিকআপের ডালায় ত্রিপলে মোড়ানো অবস্থায় ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নীল রংএর ACE EX2 TATA পিকআপ ভ্যান সহ ইমরান নাজির ও মাসুম মোড়ল নামের দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।আটককৃত ইমরান নাজির যশোর জেলার শার্শা থানার পশ্চিমকোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে,অপর ব্যাক্তি পিকআপ চালক মাসুম মোড়ল যশোর কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে।জব্দকৃত ফেন্সিডিল ও পিকআপ ভ্যান’সহ মালামালের আনুঃবাজার মুল্য ২১লক্ষ ২৫ হাজার টাকা।মাদক ও আলামত’সহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করাহয়েছে।