
রাজশাহী ব্যুরোঃ
গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ-এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখ হতে বিকাল ০৪:১০ টায় দুইজন মাদক ব্যবসায়ীকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০), ২। মোঃ আফসার আলী (৩৫)। মোঃ আলাউদ্দিন পেয়াদা রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর হরিফলা গ্রামের মোঃ সনাতন পেয়াদার পুত্র এবং মোঃ আফসার আলী একই জেলার দুর্গাপুর থানাধীন পাড় চৌপুকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের পুত্র।
রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ও ফোর্সসহ গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৩.৩০ টায় দূর্গাপুর থানাধীন সিংগা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ও ফোর্সসহ গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৪.০০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.১০ টায় অভিযুক্ত মোঃ আলাউদ্দিন পেয়াদার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।