চাঁপাইনবাবগঞ্জে ৩ কিশোর গ্যাং গাঁজাসহ গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে লিডার সহ ৩ জন সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-৫। গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত ১২ দিকে শিবগঞ্জ উপজেলার দৌলতপুর উপর টোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ছোট চক দৌলতপুর এলাকার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ জীবন (২০)। মোঃ তহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জিল (ছোটন) (১৯)। মোঃ রজিবুলের ছেলে মোঃ জিসান আলী (১৯)।
এ সময় তাদের কাছ থেকে, এন্টি কাটার, গাঁজা, ও গাঁজা সেবনের কলকি, জব্দ করা হয়।
আজ সকালে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব।
র্যাব জানায়, উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের উপর ভিত্তি করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র আরও যানা যায়, পূর্বেও গ্রেফতার কৃতদের নামে একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।